
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ছবিঃ সংগৃহীত
একদিকে অভিযোগ রয়েছে প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের লোক রয়ে গেছে, অন্যদিকে এনসিপি অভিযোগ করছে যে প্রশাসন এখন বিএনপি'র পক্ষে কাজ করছে। প্রশাসন আসলে কার পক্ষে? এই প্রশ্নের জবাবে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, নির্বাচনের আগে নির্ধারণ করা সম্ভব নয় যে প্রশাসন কার হয়ে কাজ করছে, বা কার হয়ে কাজ করছে না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ মন্তব্য করেন তিনি।
নিপুণ রায় চৌধুরী বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল ঐ আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল বা যারা বিভিন্ন দায়িত্বে এসেছিল, তাদেরকে এক ধরণের ডিএনএ টেস্ট করে ফ্যাসিস্টরা তাদের বিভিন্ন জায়গায় ছিটকে ফেলে দিয়েছে। এখন ৫ আগস্টের পরে তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসেনি। ক্ষমতায় এসেছে সকল দল মত এবং সাধারণ জনগণের মনোনীত সরকার। এখন এই যে প্রশাসনের যেই রদ বদল হয়েছে ৫ আগস্টের পরে, সেখানে বিএনপি'র হাত কোথায়? তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে প্রশাসন বিএনপি'র কথা শুনছে? প্রশাসন কার কথা শুনবে বা শুনবে না, সেটা তো যাচাই বাছাই করা হবে একটি নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনের পরে আপনারা বলবেন যে প্রশাসন কার কথা শুনছে কি শুনছে না।’
সূত্র: https://www.youtube.com/watch?v=IxTsy1ZvhzE
মুমু