
ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুর ইসলাম (২৫)-এর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিতীয়বারের মতো পতাকা বৈঠকের পর মরদেহটি হস্তান্তর করা হয়।
ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার রাজ কুমার, শীতলকুচি থানার ওসি, বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম, পাটগ্রাম থানার এসআই তাজরুল ইসলাম, এবং নিহতের বাবা ও চাচা এই সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ভেতরে ঘাস কাটতে গেলে ভারতের বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সীমান্ত অতিক্রম করে গুলি চালায়। এতে হাসিবুল গুলিবিদ্ধ হন এবং তাকে ধরে ভারতে নিয়ে যাওয়া হয়, পরে সেখানকার হাসপাতালে মারা যান।
মরদেহ ফেরত পেতে প্রথমে একটি পতাকা বৈঠকে আশ্বাস মিললেও বিএসএফ তা বাস্তবায়ন করেনি। বিজিবির কড়া প্রতিবাদ ও পুনঃযোগাযোগের পর রাতে আবার বৈঠক বসে এবং মরদেহ ফেরত আসে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, বিএসএফ ও ভারতীয় পুলিশ মরদেহ বিজিবি ও বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এবং এরপর নিহতের স্বজনদের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: https://www.youtube.com/watch?v=aaxaJz2gLyI