
ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক সম্প্রতি ভারতকে প্রদত্ত ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবিতে সরকারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। গত ১৭ এপ্রিল পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এই নোটিশটি প্রেরণ করা হয়। আইনজীবী তার বক্তব্যে উল্লেখ করেন যে ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, তাই এখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া সকল বিশেষ সুবিধা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার যদি এই নোটিশ পাওয়ার পরও প্রয়োজনীয় কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বিষয়টি উচ্চ আদালতে গঠনমূলক রিটের মাধ্যমে উপস্থাপন করা হবে।
এই নোটিশের পেছনে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক কাজ করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলো নিয়ে বিভিন্ন মহল থেকে ক্রমাগত সমালোচনা আসছে। বিশেষজ্ঞরা মনে করেন এসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হচ্ছে না। ট্রানজিট সুবিধার মাধ্যমে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে, অন্যদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারতীয় পণ্য বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারছে। আইনজীবী তার নোটিশে দাবি করেছেন যে এসব সুবিধা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের পরিপন্থী।
এই নোটিশ প্রেরণের পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দাবি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের একটি সংবেদনশীল অধ্যায়ে রূপ নিতে পারে। আইনজীবীর এই পদক্ষেপকে অনেকেই বাংলাদেশের স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। বিষয়টি আদালতে গড়ালে তা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।
আঁখি