ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা

মিজানুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম ।। 

প্রকাশিত: ০০:৪৮, ১৮ এপ্রিল ২০২৫

ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে খারাপ করার হতাশা থেকে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়া ওই এলাকার আব্দুল রবের একমাত্র মেয়ে এবং গঙ্গারহাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জনকণ্ঠ'কে বলেন, 'পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আশানুরূপ না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। বিকেল থেকে সে চুপচাপ ছিল। সন্ধ্যার দিকে পরিবারের অজান্তে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।'

রিয়ার মা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সজিব

×