ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ববি শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৩৮, ১৮ এপ্রিল ২০২৫

ববি শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা থেকে অব্যাহতি দেয়ায় ক্ষুদ্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ড. মুহসিন উদ্দিনকে পুনর্বহালের জন্য উপচার্য আধ্যাপক ড. শুচিতা শারমিনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ইংরেজি বিভাগের নবম ব্যাচের ছাত্র আতিক আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের যে ৩৫ জন শিক্ষক বিবৃতি দিয়েছিলেন তারমধ্যে অধ্যাপক মুহসিন উদ্দিন ছিলেন প্রথম সারির। তখনও তাকে নানাভাবে হুমকি প্রদান ও হয়রানি করা হয়েছে।

বর্তমানে উপাচার্য শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত নিন্দনীয় ও ভিত্তিহীন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতবছর ২৫ সেপ্টেম্বর ড. শুচিতা শারমিন ববিতে যোগদানের পর তার আস্থাভাজন ছিলেন ড. মুহসিন উদ্দিন। পরবর্তীতে ববিতে দলাদলিতে দুইজনের সম্পর্কের অবনতি হয়। গত রবিবার অধ্যাপক মুহসিন উদ্দিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়দিয়ে অব্যাহতির নোটিশ দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক ড. মুহসিন উদ্দিন যখন ন্যায়ের পক্ষে কথা বলেন তখনই তাকে নিয়মবহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য স্বৈরাচার আখ্যা দিয়ে সরিয়ে দেয়া হয়েছে। 

আসিফ

×