ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বরিশালে বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:২৮, ১৮ এপ্রিল ২০২৫

বরিশালে বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর ও লতা নদী এবং হিজলা উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে ও বিকেলে জব্দকৃত অবৈধ জাল পৃথকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামী ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময়  একটি অবৈধ পাইজাল জব্দ করে রাতেই তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

একইদিন দুপুরে মেহেন্দীগঞ্জের লতা এবং হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, হিজলা কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১২০টি চর ঘেরা জাল ও ১৬শ' টি চর ঘেরা জালের খুঁটি, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কোনা জাল জব্দ করা হয়। ওইদিন বিকেলে জব্দকৃত অবৈধ জালসহ অন্যান্য সরঞ্জামাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

রাজু

×