ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাভারে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার 

প্রকাশিত: ২৩:৩৯, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩৯, ১৭ এপ্রিল ২০২৫

সাভারে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহের পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।

পুলিশ জানায়, চলন্ত বাসে ছিনতাই রোধে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। এদিন রাত সাড়ে সাতটারদিকে ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

শহীদ

×