
দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদেরকে পরিবারের মধ্য থেকে দুর্নীতি প্রতিরোধের চর্চা করতে হবে। এটা বাস্তাবায় করতে হলে প্রথমেই মা-বাবা এর মাধ্যমে শিশুকে শিক্ষা দিতে হবে। এ জন্য শিক্ষকদেরও ভূমিকা কম নয়। এছাড়া যার যার অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করতে হবে । তাহলেই এর সুফল সকলে ভোগ করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে দু’দিন ব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণীতে বক্তারা এসব কথা বলেন।
কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় দুর্নীতি দমন কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় জেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক সৈয়দ তাহসিনুল হক।এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঞাসহ অন্যরা।
প্রথম দিনের প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক মূল্যবোধের তুলনায় অর্থনৈতিক উন্নয়নই প্রয়োজন’। দ্বিতীয় রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজের সক্রিয়তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকার চাইতেও কার্যকর।'
আজ বৃহস্পতিবার সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘শাস্তি নয়, সুশাসনের অভাবই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মূল অন্তরায়’। একইদিন ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারের চাইতেও গুরুত্বপূর্ণ’।প্রতিযোগিতার শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্রসহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় দুর্নীতিমুক্ত চর্চার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর স্থাপন করা এবং এ বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে সেখানে কমিটি গঠনের কাজ সম্পর্কে প্রশিক্ষার্থীদেরকে অবহিত করা হয়।
এ সময় জেলা দুদক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলা ও বিভিন্ন উপজেলার দুপ্রক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজু