ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দাখিল পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা, দুই শিক্ষককে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:২৫, ১৭ এপ্রিল ২০২৫

দাখিল পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা, দুই শিক্ষককে অব্যাহতি

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা করায় দুই শিক্ষককে অব্যাহিত দেয়া হয়েছে। বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে তাদের চলতি দাখিল পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ অব্যাহতি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান। অব্যহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন ইয়াকুব আলী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক (আরবি) মো. দেলোয়ার হোসেন ও লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. রিয়াজ উদ্দিন। 

খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা নাসির উদ্দিন বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের ৫ নং কক্ষে ওই দুই শিক্ষককে দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে তারা পরীক্ষার্থীদের নকলে সহায়তা এবং নকলে সুযোগ দেওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। 

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুই শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে কোন পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোন দায়িত্ব প্রদান না করার জন্য প্রতিষ্ঠান প্রদানকে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আমাদের কঠোর নজরদারি রয়েছে। 

শহীদ

×