
ছবি: জনকণ্ঠ
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ এপ্রিল)ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিবার কর্মকর্তা উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।
এসময় ধনবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা ও ক্লিনিকের বেপরোয়া মাইকিং এর কারণে শব্দ দূষণ, এলাকায় মাদক,চুরিসহ যানযট নিরসনসহ অন্যান্য বিষয় নিয়ে বক্তারা বক্তব্য দেন।
ধনবাড়ীকে নিরাপদ দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ রাখতে সন্ত্রাস, চাঁদাবাজ, অবৈধ মাটি কাটা, বখাটে, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্য বিবাহ, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয় তুলে ধরে সকলের সকলের সহযোগীতা চেয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।
শহীদ