
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও নাশকতা মামলার চার জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার পৃথক এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তার ডাকাত হলেন, সাধনপুর ইউনিয়নের দুয়ারী পাড়ার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিজুর রহমানের ছেলে ফোরকান আহমদকে ( ৫০)। অপরদিকে নাশকতা মামলার আসামিরা হলেন, বাহারচডা ইউপির চাপাছডি গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মামুনুর রশীদ (৩৮), কালিপুর ইউপির পালেগ্রাম গ্রামের গিরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৩৩) ও শেখেরখীল ইউপির মৌলভীবাজার এলাকার রৌশন আলীর ছেলে নজরুল ইসলাম প্রঃ পেডাইনন্যা (৪১)। তাছাড়া আটক নজরুল ইসলামের বিরুদ্ধে মাদককারবারের অভিযোগ ছিলো বলে থানা সূত্রে জানাযায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফোরকানসহ তিনজন নাশকতা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠনো হয়েছে বলেও তিনি জানান।
রাজু