ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জে ডাঙার চালা কেটে রাস্তা করলো স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট

বিপ্লব ঘোষ, দোহার, নবাবগঞ্জ (ঢাকা)।

প্রকাশিত: ২২:৫৬, ১৭ এপ্রিল ২০২৫

নবাবগঞ্জে ডাঙার চালা কেটে রাস্তা করলো স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট

ঢাকার নবাবগঞ্জে ফসলী জমির মাটি কাটতে নিরিহের ডাঙার চালা কেটে রাস্তা বানালেন স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। নষ্ট করলো চালার শতাধিক কলাগাছসহ ফসলি জমির ধান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ডাঙার মালিক সুরমান আলী সংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

ডাঙার মালিক উত্তর চৌকিঘাটা গ্রামের সুরমান আলী অভিযোগ করেন, মাইলাইল মৌজার রানী খালের পাড়ের ডাঙাটি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত। বৃহস্পতিবার সকালে লোক মারফত জানতে পারি- ‘দুর্বৃত্তরা ভেক্যু দিয়ে আমার ডাঙার চালার মাটি কেটে নিচ্ছে’। ঘটনাস্থলে এসে দেখি স্থানীয় ফয়সাল নামের এক লোক আমার ডাঙার চালার মাটি কাটছে। মাটিগুলো পাশের রানী খালে ও আমার ডাঙার মধ্যে ফেলছে। তিনি ফসলি জমির মাটি কেটে গাড়িতে করে নেয়ার জন্য আমার ডাঙার চালা কেটে রাস্তা করছিলেন।

তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, তারা আমার ডাঙার চালা কাটেনি সাথে চালায় থাকা শতাধিক কলা গাছ নষ্ট করেছে। ওরা আমার যে ক্ষতি করলো আমি এর বিচার চাই। তাছাড়া পাশের অন্য এক নিরিহের রোপন করা ধান পিসিয়ে মাটির সাথে মিশিয়ে রাস্তা করেছে। ওনারাও সকালে এসে বাঁধা দিয়েছেন।

এ বিষয়ে জানতে মো. ফয়সালের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, মাটি কাটছি পুকুরের মালিকরা জানেন। আপনেগো সাথেও যোগাযোগ করুমনে।

নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, এবিষয়ে কেউ থানায় জানায়নি। ভুক্তভোগী অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
 

রিফাত

×