ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাটুরিয়ায় বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া ,মানিকগঞ্জ

প্রকাশিত: ২১:৩৬, ১৭ এপ্রিল ২০২৫

সাটুরিয়ায় বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৫২ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত বুধবার (১৬ এপ্রিল) রাতে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত আজিজার রহমান (৫২)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ছোটতারা এলাকার বাসিন্দা এবং সম্পর্কে ভুক্তভোগীর নানা। আজিজার রহমানের মেয়ের বিয়ে হয়েছে সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলিয়া সাঁইপাড়া এলাকার মৃত সিকিম আলীর ছেলে রাজা মুন্সির সাথে।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলিয়া সাঁইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ওই শিশুটি তার মা পোশাক কারখানায় কাজ করার সুবাদে প্রায়শই বাড়িতে একা থাকত।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় দুই মাস আগে আজিজার তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকেই তিনি শিশুটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। গত ১০ এপ্রিল বিকেলে শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে আজিজার পালিয়ে যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী শিশুকে আদালতে পাঠানো হয়েছে তার জবানবন্দি গ্রহণের জন্য। তিনি আরো বলেন , অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তবে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হচ্ছে।

মারিয়া

×