ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মনোহরগঞ্জে সড়ক বেহাল, দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, মনোহরগঞ্জ, কুমিল্লা

প্রকাশিত: ২১:২২, ১৭ এপ্রিল ২০২৫

মনোহরগঞ্জে সড়ক বেহাল, দুর্ভোগ

.

সড়কটির পিচ ও পাথর উঠে গেছে অনেক আগেই। সৃষ্টি হয়েছে হাজার হাজার ছোট-বড় গর্তের। সড়কের এসব গর্তে পানি জমে কোথাও কোথাও কাদা জমে আছে। প্রথম দেখায় মনেই হয় না এটি একটি পিচঢালা সড়ক। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে রিক্সা, ভ্যান, অটোরিকশাসহ সাধারণ মানুষ।
এই অবস্থা মনোহরগঞ্জ উপজেলার  শিংজোড়-উত্তর হাওলা সড়কের। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে নাথেরপেটুয়া ও লক্ষণপুর থেকে শোয়ারি, মান্দুয়ারা, জোড়পাইয়া, বরল্লা, হাজরামুড়ী, উত্তর হাওলা ও ঠেঙ্গারবামসহ অন্তত ১০টি গ্রামের লোকজন প্রতিদিন এই সড়কে দিয়ে চলাচল করেন।
সরেজমিনে দেখা যায়, শিংজোড় থেকে উত্তর হাওলা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের শিংজোড় জামে মসজিদ, শোয়ারি নতুনপাড়া জামে মসজিদ এলাকাসহ অন্তত ৮-১০টি স্থান দেবে গেছে। গুরুত্বপূর্ণ সড়কটির পাশে কয়েকটি বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে। কিন্তু বেহাল অবস্থার কারণে এ সড়ক দিয়ে হেঁটে চলাও যেন দায় হয়ে পড়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কেউ অসুস্থ হলে রোগী নিয়ে যে হাসপাতালে যাবে, সেই ব্যবস্থা নেই। এ ছাড়া গ্রামের যারা রিক্সা, ভ্যান, অটোরিক্সা চালিয়ে জীবিকা ধারণ করেন। তারা ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এরপরও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেই। যানবাহন চালকরা জানান, খারাপ রাস্তার কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন। এ ছাড়া একাধিক ঝুঁঁকিপূর্ণ মোড় থাকায় দুর্ঘটনা ঘটছে হরহামেশা। দ্রুত এ সড়ক সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।  
রুহুল আমিন নামে এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ‘চারদিকে এত উন্নয়ন তবুও আমাদের এই সড়কটি সংস্কার হয় নাই। ৪ থেকে ৫ বছর ধরে রাস্তাটির খারাপ অবস্থা। মানুষজন অসুস্থ হলে হাসপাতালেও নেওয়া যায় না, আর কবে সংস্কার হবে এই রাস্তা?’
মনোহরগঞ্জ উপজেলার প্রকৌশলী শাহ আলম বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রয়োজনীয় অংশগুলো সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।

প্যানেল

×