ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় যে সড়কে ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশিত: ২০:২৫, ১৭ এপ্রিল ২০২৫

ঢাকায় যে সড়কে ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তরের কাজের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে প্রায় ২৯ ঘণ্টা কোনো যানবাহন চলতে পারবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, ইউটিলিটি স্থানান্তরের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিকল্প পথের পরামর্শ:
যাত্রীসাধারণের সুবিধার্থে, খিলক্ষেত থেকে কুড়িল বা বসুন্ধরা যেতে রেডিসন হোটেলের সামনে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সময়সীমায় চলাচলরত যাত্রী ও চালকদের সড়ক পরিবর্তনের বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে, যাতে যাত্রায় বিঘ্ন না ঘটে।

এসএফ 

×