
ছবি: জনকণ্ঠ
মানিকগঞ্জের শিবালয় পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী নীলাচল পরিবহনের শতাধিক বাস থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবালয়ের দাশকান্দী গ্রামের মৃত কুদ্দুস খানের ছেলে মোঃ জসিম খান (৪০), একই গ্রামের মহর খানের ছেলে মোঃ সুরমান খান (৩৮) ও সিরাজগঞ্জের হরিণা এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল আলম বাবু (৫৭)। গতকাল রাতে আটকের পর আজ বৃহস্পতিবার এদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিবালয় থানা পুলিশ ও পাটুরিয়া ঘাট এলাকা সূত্রে জানাযায়, পাটুরিয়া ঘাট থেকে প্রত্যহ ঢাকামুখে নীলাচল নামক শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এসকল বাসের চালক ও মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে রাজনৈতিক পরিচয়ে স্থানীয় একটি চক্র প্রত্যেকটি বাস থেকে জিপি’র নামে ট্রিপ প্রতি এক’শ টাকা হারে নিয়মিত চাঁদা আদায় করে।
অতিষ্ঠ মালিক-শ্রমিকরা গত ৯ এপ্রিল এ চাঁদা দেয়া বন্ধ রাখে। চাঁদাবাজরা গত ১৬ এপ্রিল পুনরায় জোরপুর্বক বাস থেকে চাঁদা উত্তোলন শুরু করে। চাঁদা প্রদানে কেউ অস্বীকৃতি জানালে এ রুটে তাদের বাস চলাচল বন্ধের হুমকি দেয়া হয়।
এ ঘটনায় নীলাচল পরিবহনের পাটুরিয়া ঘাট ইনচার্জ মহিবুর রহমান শিবালয় থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তা ২০১৯ সালের আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ৫/৪ ধারায় মামলা রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার এসআই. সুমন চক্রবর্তী জনকন্ঠেকে জানান, অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজ চক্রের তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার এদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শহীদ