
জামালপুরের ইসলামপুর উপজেলার জে.জে.কে.এম গার্লস হাই স্কুলের শিক্ষার্থী মোহনা তানজিন মৌ (ডাকনাম মিষ্টি) ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মার্কাস মসজিদের কাছে দুইটি ট্রাক ও বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায়।
মোহনা তানজিন মৌ জে.জে.কে.এম স্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। তিনি কলেজ লাইব্রেরীয়ান মিন্টু শরিফের কন্যা। দুর্ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় ইসলামপুরে শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রিফাত