ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চুনারুঘাটে বড় ভাইকে হত্যায় ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ১৭ এপ্রিল ২০২৫

চুনারুঘাটে বড় ভাইকে হত্যায় ছোট ভাই গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বড় ভাই রুয়েল মিয়াকে (২৪) হত্যার দায়ে আপন ছোট ভাই জসিম মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। নিহত রুয়েল ও গ্রেপ্তার জসিম উপজেলার আবাদ গ্রামের আবু মিয়ার ছেলে।


জানা গেছে- মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে একটি গাছ কেটে বাড়ির আঙিনায় নিয়ে রাখেন বড় ভাই রুয়েল। ছোট ভাই জসিম সেই গাছ নিজের কাজে ব্যবহার করলে এনিয়ে দুই ভাইয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে রুয়েলের মাথায় আঘাত করেন জসিম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ বুধবার রাতে জসিমকে গ্রেপ্তার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম এতথ্য নিশ্চিত করে বলেন- জসিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

শিহাব

×