
ছবি সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজারটিলা এলাকায় ১০৮৬ নম্বর সীমানা পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভোলা জেলার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।
বিজিবির ৩৫ ব্যাটালিয়নের সাতানীপাড়া সীমান্ত ফাঁড়ির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় দুটি আধার কার্ড, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড, দুটি চার্জার এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএফ