ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বর্ষবরণে মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক ৮ জন আ. লীগ সদস্য

প্রকাশিত: ১৮:০৫, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:০৬, ১৭ এপ্রিল ২০২৫

বর্ষবরণে মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক ৮ জন আ. লীগ সদস্য

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ শোভাযাত্রার মোটিফ নির্মাতা বিশিষ্ট ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।”

গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তার আধাপাকা কাচারিঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে যায় ভেতরে থাকা প্রায় ৩০টি ভাস্কর্য ও অন্যান্য শিল্পসামগ্রী।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, “শিল্পী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পরই সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “সরকার এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে। তদন্ত শেষ হলে মানবেন্দ্র ঘোষের মতামত অনুযায়ী ঘরটি পুনর্নির্মাণ করা হবে।”

এই ঘটনায় গতকাল বুধবার মানবেন্দ্র ঘোষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মানবেন্দ্র ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, “আমার পরিবার এখনো শঙ্কার মধ্যে রয়েছে, আর আমার শিল্পসত্ত্বা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। জানি না ভবিষ্যতে সচেতনভাবে শিল্পচর্চা করতে পারব কি না।”

তিনি আরও বলেন, “এই ঘটনাকে যেন রাজনৈতিক বা ধর্মীয় রূপ না দেওয়া হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল হতে হবে, যাতে সংবাদই আমাদের নতুন করে ক্ষতির মুখে না ফেলে।”

আসিফ

×