ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা,বোয়ালমারী,ফরিদপুর 

প্রকাশিত: ১৮:০০, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:১৯, ১৭ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে রুনা সুলতানা (২৩) নামে এক মালোশিয়া প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পুবিলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও মালোশিয়া প্রবাসী ফিরদাউস মোল্যার স্ত্রী। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রুনা সুলতানা পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তার একটি ছেলে সন্তান রয়েছে। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Bishwjit

×