
ছবি: জনকণ্ঠ
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বৈরী আবহাওয়া ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে ১২টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
শহীদ