ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উদ্ধার হওয়া ২৫১ মোবাইল মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

আল জুবায়ের, সিটি রিপোর্টার

প্রকাশিত: ১৭:২৫, ১৭ এপ্রিল ২০২৫

উদ্ধার হওয়া ২৫১ মোবাইল মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ২৫১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজানের উপস্থিতিতে উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে শেরেবাংলা নগর থানা পুলিশ কর্তৃক ৬৩টি, হাতিরঝিল থানা পুলিশ কর্তৃক ৫৪টি, মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ কর্তৃক ৩২টি, আদাবর থানা পুলিশ কর্তৃক ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ কর্তৃক ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত হয়ে পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন, “টিউশনির টাকা জমিয়ে আমি আমার ফোনটা কিনেছিলাম, তবে গত দু'মাস আগে ফার্মগেট থেকে চুরি হয়ে যায়। এরপর ভীষণভাবে ভেঙে পড়ি, থানায় জিডি করলেও ভরসা ছিল না। তবে, ভুল ধারণা ছিল—অবশেষে পুলিশের সহায়তায় ফোনটা পেয়েছি, কতটা ভাল লাগছে এটা বলে প্রকাশ করার মতো না।”

তবে হারানো, চুরি, ছিনতাই হওয়া মোবাইল হাতে পেয়ে চোখে-মুখে আনন্দের রেখা ফুটে উঠতে দেখা গেছে মোবাইল মালিকদের।

মারিয়া

×