
ছবি: সংগৃহীত
কুমিল্লায় প্রবাসীর অপ্রাপ্তবয়স্ক কন্যা এক স্কুল ছাত্রীকে অপহরণের চার দিনও উদ্ধার করা যায়নি। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ভাতিজা এইচএম অনিকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, রাতের মধ্যেই এ বিষয়ে থানায় মামলা রেকর্ড করা হবে।
অভিযুক্ত এইচ এম অনি চৌদ্দগ্রাম উপজেলার ঘোল পাশা ইউনিয়নের আমান গন্ডা সালুকিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে ও চট্টগ্রামে এপিবিএন এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমানের আপন ভাতিজা। অপহরণের শিকার ভিকটিম চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১৪ এপ্রিল কুমিল্লার মুরাদপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ।
অপহরণের শিকার ওই স্কুল ছাত্রীর মা ও পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত এইচ এম অনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার চাচা ওই পুলিশ কর্মকর্তার প্রভাব খাটিয়ে এলাকায় সে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তারা আরও জানান, অনি ওই স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথেও প্রায় উত্ত্যক্ত করত। অনির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই স্কুল ছাত্রীকে কয়েক মাস বাড়ির বাইরেও লুকিয়ে রাখা হয়েছে।
তারপরও শেষ রক্ষা হয়নি, অনি ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি বিয়ের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় গত ১৪ এপ্রিল ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করা হয়। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ওহিদুর রহমান বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমার ভাতিজা অপরাধ করলে তাকেও শাস্তি পেতে হবে। বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমদ জানান, থানায় অভিযোগ হয়েছে। রাতের মধ্যেই মামলাটি রেকর্ড করা হবে। ভিকটিম ওই স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
মীর শাহ আলম/ফারুক