ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থানে ইউএনও সাইফ উল আরেফীন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি

প্রকাশিত: ১৫:৫৪, ১৭ এপ্রিল ২০২৫

অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থানে ইউএনও সাইফ উল আরেফীন

ছবি সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল- আরেফীন। 

ইউএনও বলেন, "আমি যোগদানের পরপরই জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও উপজেলার যেকোনো জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

অবৈধ দখলের বিরুদ্ধে কাঠালতলা বাজারে বৃহস্পতিবার সকাল ১০টায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডাসারবাসী। “ডাসার উপজেলা বাসী” ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক কৃষক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাঠালতলা বাজার সংলগ্ন একটি খালের কিছু অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন ও সাবেক ইউপি সদস্য শাহ আলম। তাঁরা দাবি করেন, এই অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে খালটিকে দখলমুক্ত করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারি খাল দখলমুক্ত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রুবেল মাতুব্বর, অশ্রু তালুকদার, শহিদুল শেখ, রাব্বি তালুকদার, শফিজউদ্দিন ঘরামী, ফারুক মাতুব্বর, মিঠু ঘরামী, সোহেল মাতুব্বর, মো. রেদোয়ান রুবেল, ওহিদুজ্জামান মিঠু, মান্নান মাতুব্বর, রব মাতুব্বরসহ আরও অনেকে।

এবিষয়ে ইউএনও সাইফ-উল- আরেফীন বলেন, “কাঠালতলা বাজার সংলগ্ন অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। ধাপে ধাপে সব দখলদার উচ্ছেদ করা হবে। জনগণের স্বার্থেই এসব অভিযান অব্যাহত থাকবে।”

আশিক

×