ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাটুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৪:২৪, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩২, ১৭ এপ্রিল ২০২৫

সাটুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

 

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ ।

বুধবার (১৬ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর পর্যন্ত একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।

তিনি জানান, গত ৫ আগস্টের পর দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তিল্লি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন দুর্লভ (৪২), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪), এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম (৪৪)।

আবুবকর

×