ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৯৮ জন

প্রকাশিত: ১৪:১৩, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:১৬, ১৭ এপ্রিল ২০২৫

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৯৮ জন

ছবি: সংগৃহীত

গত ০৭ দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৯৮ জনকে আটক করা হয়েছে।

দেশের মৎস্য সম্পদ রক্ষা  ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট  ২,৭৯,৮২,৮৮২ মিটার অবৈধ জাল; ৭,৫২৪ কেজি মাছ; ৪,৭৩,৫০০ পিস বাগদা রেণু পোনা; ৩,২১,২০০ পিস বিভিন্ন রেনু পোনা; ৭২,০০০ পিস চিংড়ী রেনু পোনা; ১০০ কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১১১ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৩ টি ড্রেজার জব্দ করা হয়। 

গত এই অভিযানে ২৯৮ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৫৩ টি মৎস্য, ২০ টি বেপরোয়া, ১ টি হত্যা, ১ টি বালুমহাল, ৩ টি অপমৃত্যু এবং ১ টি চাঁদাবাজি মামলাসহ মোট ৭৯ টি মামলা দায়ের করা হয় এবং ০৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

মায়মুনা

×