ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাদামের বস্তায় গাঁজা!

স্টাফরিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ এপ্রিল ২০২৫

বাদামের বস্তায় গাঁজা!

ছবি: জনকণ্ঠ

সিলেটের হবিগঞ্জ থেকে বাদাম হিসাবে বস্তায় গাঁজা পাঠানো হয় নীলফামারীতে। একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই বাদামের তিন  বস্তা সরবরাহ নিতে এসে গোপন সংবাদে এক মাদক ব্যবসায়ী যুবক ওই গাঁজা সহ  নীলফামারী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এ সময়  বস্তায় থাকা ১৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। যার বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর আর সাঈদ। গ্রেফতার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৮) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের আফতার আলীর ছেলে।ওসি জানান, হবিগঞ্জ জেলা থেকে পাঠানো বাদামের দুই বস্তায় ওই গাঁজা নীলফামারীতে পাঠানো হয়। যা গ্রেপ্তারকৃত যুবক রাতে উত্তোলন করে দেবিগঞ্জ নিয়ে যাচ্ছিল।

ওই সময় বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত গাঁজা উদ্ধার করে মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে। এই মামলার হবিগঞ্জ থেকে যে গাঁজা  প্রেরন করেছে ওই ব্যাক্তিকেও চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ওসি আরও জানান, নীলফামারী পুলিশ সুপার এ,এফ,এম তারিক হোসেন খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)মোঃ ফারুক আহমেদের নির্দেশ ও তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

শিহাব

×