ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৩ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

মো সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ১৭ এপ্রিল ২০২৫

৩ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ৩ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে পুনরায় শুরু হয়েছে।

গত সোমবার (১৪ এপ্রিল) থেকে বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ ছিল।

আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, বাংলাদেশ ও ভারতে বাংলা নববর্ষ উপলক্ষে ৩ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে মাছ রপ্তানি বন্ধ ছিল।

তবে মাছ রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মিলন মিয়া জানান, তিন দিন বন্ধ থাকার পর আজ সকালে দুটি শিপমেন্টে ২৫ হাজার ৫৪ কেজি মাছ রপ্তানি হবে।

মায়মুনা

×