ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

ওপেলিয়া কনি, নিজস্ব সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার আটমাইল ও বহলবাড়ীয়া সেন্টারের মাঝামাঝি স্থানে একটি বেপরোয়া ট্রাকের চাপায় মোছাঃ রেহানা আক্তার (৪৬) নামের এক নারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা আক্তার আটমাইল এলাকার মন্টু সর্দারের স্ত্রী এবং ভেড়ামারা উপজেলার মওলাহাবাশপুর গ্রামের মৃত মহিরুদ্দিন প্রামানিকের দ্বিতীয় কন্যা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে রেহানা আক্তার রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

কুষ্টিয়া হাইওয়ে থানার তদন্ত কর্মকর্তা এস আই মাহবুব জানান, " দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে আবেদন করায় লাশ বিনা ময়নাতদন্তে সকাল ৮.৪৫ মিনিটে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"

এই ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

মায়মুনা

×