
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে কয়েকটি বসতবাড়িতে অনৈতিক কাজের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলমপুরে কয়েকটি বসতবাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। তাদের একাধিকবার নিষেধ করার পরও এসব কার্যকলাপ বন্ধ করা যায়নি। এতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, বসতবাড়িতে যৌন ব্যবসা হচ্ছে, এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুমু