
ছবি : জনকণ্ঠ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চলে আবারও নতুন করে রাসেল ভাইপার (কোন কোন জায়গায় চন্দ্রবোড়া নামেও পরিচিত) সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এতে জমির ফসল তোলা, পরিচর্যা করা ও গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার কৃষক। ফলে পদ্মা তীরবর্তী এই চরাঞ্চলের মানুষজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহে উজানচর ইউনিয়নের চার মজলিশপুর, চর মহিদাপুরসহ আশপাশের এলাকায় তিনজনকে রাসেল ভাইপার সাপ ছোবল দিয়েছে। তাদের মধ্যে দুইজন এখনও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
চরাঞ্চলের কৃষক আলম মোল্লা জানান, তার ছেলে সাগর শেখ ভুট্টা খেতে ওষুধ দিতে গিয়ে সাপের ছোবলে আহত হয়। এখনও সে পুরোপুরি সুস্থ নয়। চর মজলিশপুরের আব্দুর রহমান বলেন, তার ছেলে শুকুর শেখ মিষ্টি কুমড়া ক্ষেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের ছোবলে আহত হয়। ১৫ দিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও শারীরিকভাবে দুর্বল।
ওই অঞ্চলের কৃষক জানান, গত বছরও রাসেল ভাইপার সাপের ছোবলে ৩জন প্রাণ হারান এবং পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝে কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবার ভয়াবহ রূপ নিচ্ছে। এতে অনেক ক্ষেতেই দিনমজুর পাওয়া যাচ্ছে না, এবং ফসলের বড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ‘ জনকন্ঠকে বলেন, ‘রাসেল ভাইপার নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কেউ অভিযোগ করেনি। তবে দ্রুতই চরাঞ্চলে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সমন্বয়ে গামবুট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।’
আঁখি