ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল মরদেহ

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১১:৫৩, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০৪, ১৭ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল মরদেহ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এক বাড়ির তালাবদ্ধ ঘর থেকে রুহুল আমিন কবির (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুহুল আমিন পোলাডাঙ্গা মহল্লার বদরুজ্জামানের ছেলে। বুধবার (১৬ এপ্রিল) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম।

স্থানীয়রা জানান, পোলাডাঙ্গায় দোতলা বিশিষ্ট এক বাড়ির নিচতলায় তালাবদ্ধ ঘরের ভেতরে মরদেহ আছে এমন গুঞ্জনে স্থানীয় জনতা ভিড় করে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সন্দেহজনক মৃত্যু হওয়ায় ঘটনাস্থলে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। এরপর ঘরের তালা ভেঙে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধরাণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়। শরীরের কিছু-কিছু জায়গায় কালো দাগও দেখতে পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

মুমু

×