ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নতুন বছর  অতিবাহিত হোক সাফল্য ও অগ্রযাত্রার মধ্য দিয়ে :ফরিদুল আলম

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০৯:১৬, ১৭ এপ্রিল ২০২৫

নতুন বছর  অতিবাহিত হোক সাফল্য ও অগ্রযাত্রার মধ্য দিয়ে :ফরিদুল আলম

ছবি : সংগৃহীত

বাউবি'র চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফরিদুল আলম বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। নববর্ষ মানেই নতুন বছরের নতুন সকাল, নতুন কল্পনা, সংস্কৃতি আর ঐতিহ্যের সুবাস। 

 


নববর্ষ উদযাপনের নির্দেশনা প্রদানের জন্য বাউবি'র উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, নতুন বছরে সবার সাফল্য ও অগ্রযাত্রা কামনা করি। দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছুক। 

 

গতকাল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায় (বাউবি)'র চট্টগ্রাম আঞ্চ‌লিক কেন্দ্রে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাউবি’র চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, উপ-আঞ্চলিক পরিচালক মো: হেলাল উদ্দিন পাটোয়ারী, উপ-পরিচালক (অডিট) সঞ্জয় কুমার পাল, অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং  শিক্ষার্থীরা।  

 

 

আলোচনা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা করা হয়। সবশেষে বিশেষ খাবার পান্তা-ইলিশ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আঁখি

×