
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামের ৬০ বছরের বৃদ্ধ হাবিবুর রহমানকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে ওই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি রুস্তম হাওলাদারের ছেলে আমান হাওলাদারসহ বাবুল মোল্লা, বাহাদুর মোল্লা, ও কৃষকলীগ নেতার মেয়ে কাজল বেগম। বুধবার (১৬ এপ্রিল) রাত ৮ টার পরে ইউনিয়নের মহেশপুর বাজারে কৃষি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে।
বুধবার রাতে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক জোর করে বৃদ্ধ হাবিবুর রহমানকে পিঠমোড়া করে বেঁধে রাখছে। হলুদ থ্রি পিস পরা এক নারী বৃদ্ধর দুই পায়ে একটি লাঠি দিয়ে পিঠাচ্ছে।
এই ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান গাজী গতকাল বুধবার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম বলেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
মুমু