ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কিশোরীকে চলন্ত বাসে গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০৮:৩৯, ১৭ এপ্রিল ২০২৫

কিশোরীকে চলন্ত বাসে গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে ১৪ বছরের কিশোরী ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে চাঁন্দগাও থানা পুলিশ। তাদেরকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার শামসুল ইসলামের পুত্র গাড়ী চালক মোঃ লোকমান তারেক (২৬) অপরজন লোহাগড়ার হাফেজ আহাম্মদের পুত্র বাসের হেলপার মো: হানিফ (৩৬)। 

চাঁন্দগাও  থানা পুলিশ জানান, গতকাল দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে কিশোরীকে একা পেয়ে যাত্রীবাহী বাসে পুরোরাত পালাক্রমে ধর্ষণ করে ওই পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার এবং হেলপার। 

কিশোরী ছাড়া পেয়ে চাঁন্দগাও থানায় এসে ধর্ষণের ঘটনাটি খুলে বললে, পুলিশ অভিযান চালিয়ে ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে।  

চাঁন্দগাও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করি। সুপারভাইজার কে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার প্রক্রিয়া চলছে।

ধর্ষণের শিকার  কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

মুমু

×