ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সকল নাগরিকের সুরক্ষায় দেশের প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে হবে: সাদিক কাইয়ুম

প্রকাশিত: ০৮:১২, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:১৬, ১৭ এপ্রিল ২০২৫

সকল নাগরিকের সুরক্ষায় দেশের প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে হবে: সাদিক কাইয়ুম

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ মোট ৬ জনকে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি  সাদিক কাইয়ুম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।  

 

 সাদিক কাইয়ুম তার ফেসবুক পোস্টে লিখেছেন, "পার্বত্য চট্টগ্রামসহ পুরো বাংলাদেশকে সবার জন্য নিরাপদ করতেই হবে। আজ পার্বত্য অঞ্চল অনিরাপদ বলেই এমন ঘটনা ঘটছে। অপহৃতদের দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সকল নাগরিকের সুরক্ষায় দেশের প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে হবে।"  

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা চলছে। তবে এখনও অপহৃতদের কোনো খোঁজ মেলেনি বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।  

 

পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এখন অপহৃতদের ফিরিয়ে আনা এবং ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করাই সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

আঁখি

×