ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ০১:২১, ১৭ এপ্রিল ২০২৫

শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

রাজবাড়ীর পাংশা পৌরসভার মৌকুরি মোল্লাপাড়া গ্রামে আমগাছ থেকে আম পাড়ার অভিযোগে তৃতীয় শ্রেণির এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুটির নাম রাফি (১০)। সে মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বর্তমানে সে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিশুর বাবা মো. রবিউল ইসলাম জানান, খেলাধুলার ফাঁকে রাফি ও তার বন্ধুরা প্রতিবেশী শামীম সরদারের আমগাছ থেকে কয়েকটি আম পাড়ে। এ ঘটনায় শামীম সরদার রাফিকে ধরে এনে তার বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে মারধর করেন।

তিনি বলেন, “শামীম আমাকে ফোনে হুমকি দিয়েছিল, তাই আমি সেখানে যেতে সাহস করিনি।” পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অভিযুক্ত শামীম সরদার ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তাদের বসতঘরে তালা ঝুলছিল।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাফিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে বাম পা ও পিঠে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে।”

এ ঘটনায় শিশুর বাবা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে, তবে অভিযুক্ত বাড়িতে অনুপস্থিত ছিল। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এম.কে.

আরো পড়ুন  

×