ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে প্রেমে বাধা, কলেজ ছাত্রের আত্মহত্যা!

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ০০:৩১, ১৭ এপ্রিল ২০২৫

ফরিদপুরে প্রেমে বাধা, কলেজ ছাত্রের আত্মহত্যা!

ছবিঃ সংগৃহীত

পরিবারের লোকজন প্রেমে বাধা দেওয়ার কারণে ফরিদপুরে এক কলেজ ছাত্র গলায় রশি বেধে আত্মহত্যা করেছে। নিহত এই ছাত্রের নাম অন্তর কর্মকার (২২)। সে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের বসিন্দা অসীম কর্মকার এর বড় পুত্র।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়ির একটি ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত অন্তর কর্মকার ফরিদপুর সরকারি রাজেন্দ্র রাজেন্দ্র কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি সে বাবার দোকানে সাহায্য করতো। দুই ভাইয়ের মধ্যে সে বড়। তার ছোট ভাই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।

জানা যায়, অন্তরের বাবা অসীম কর্মকার এর কানাইপুর বাজারের নিউ আনন্দ জুয়েলার্স নামে একটি দোকান আছে। অন্তর বাবার এই দোকানে বসতো।

স্থানীয়রা জানায়, অন্তর এর একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটিকে অন্তর এর পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল। বুধবার এই নিয়ে পরিবারে ঝগড়া-ঝাটি হয়। সন্ধ্যার দিকে সে নিজেদের একটি ঘরে ঢুকে গলায় রশি বেধে আড়ার সাথে ঝুলে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে সন্ধ্যা ৬ টার দিকে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে  নিয়ে গেলে সেখানে অন্তরকে মৃত ঘোষনা করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অন্তরের মরদেহ মর্গে নেয়া হয়েছে।

ইমরান

আরো পড়ুন  

×