ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিভেদ ভুলে একসারিতে দিরাই বিএনপি

মোঃ আয়মান মিয়া, দিরাই (সুনামগঞ্জ)

প্রকাশিত: ০০:০৪, ১৭ এপ্রিল ২০২৫

বিভেদ ভুলে একসারিতে দিরাই বিএনপি

ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন ধরে গ্রুপিং রাজনীতিতে বিভক্ত থাকা সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপি অবশেষে এক ছাদের নিচে বসেছে।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা বিএনপি ১৬টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করলে, দিরাইয়ের এই আহ্বায়ক কমিটি নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাছির চৌধুরীর বলয় এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেল বলয় মেনে নিতে পারেনি। যার ফলে দুই মাস ধরে নতুন আহ্বায়ক কমিটির কোনো সভা আহ্বান করা যাচ্ছিল না। কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসে—এই কমিটিকেই নিয়ে মাঠে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে অবশেষে দিরাই উপজেলা আহ্বায়ক কমিটির প্রথম মিটিং ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের পরিচালনায় অনুষ্ঠানে ২১ সদস্যের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দীর্ঘদিন ধরে যারা বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান পাননি। সে কারণে এতদিন আমরা বিচ্ছিন্নভাবে ছিলাম এবং একসাথে বসা সম্ভব হয়নি। এখন সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।

উপজেলার ৯টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাদের কমিটিতে রাখার সিদ্ধান্ত হয়। এখন থেকে দলের সকল কর্মসূচি একসাথে একই ব্যানারে পালিত হবে, কোনো বলয় থাকবে না। সভায় আরও সিদ্ধান্ত হয়, এখন বৈশাখ মাস—একমাত্র সোনার ফসল ঘরে তুলতে সবাই ব্যস্ত। তাই আগামী ১৫ দিন কোনো কর্মসূচি থাকবে না। ফসল কাটার পর উপজেলার ৯টি ইউনিয়নে সফর করে তৃণমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

সভায় বিএনপির সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাবেক সভাপতি আব্দুস শহিদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীসহ বিএনপির সকল মরহুম নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের স্মরণে একটি শোকসভার আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় বিগত ১৫ বছর আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, বিশেষ করে ৫ আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দিরাই-শাল্লার সাবেক এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির চৌধুরীর রোগমুক্তি কামনা করা হয়।

সভায় বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দাই মিয়া, আব্দুর রশিদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য শাহানা আলম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, নুরুল হক তালুকদার, পঙ্কজ দাস, শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাইদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মো. নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও শোকেশ দাস।

পরিচিতি সভা শেষে তারা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির চৌধুরীর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
 

মারিয়া

আরো পড়ুন  

×