
ছবি সংগৃহীত
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরি ইউনিয়নের রত্না নদীর তীর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আন্নর আলী (৬০) নামের এক নিরীহ ব্যক্তি। নিহত আন্নর আলী উপজেলার সোনামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনামপুর গ্রামের আরজত আলী ও রশিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে রত্না নদীর তীরে দুপক্ষ টেঁটা ও ফিকল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।
সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আন্নর আলীসহ তিনজন টেঁটাবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত আন্নর আলীকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন মন্দরি ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব মিয়া।
ঘটনায় আহত অন্য দুজন হলেন—উমর আলীর ছেলে মানিক মিয়া ও রশিদ মিয়া। তারা বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউপি সদস্য হাবিব মিয়া বলেন, “নিহত আন্নর আলী কোনো পক্ষের লোক ছিলেন না। সংঘর্ষ থামাতে গিয়ে তৃতীয় পক্ষ হিসেবে তিনি প্রাণ হারিয়েছেন।”
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
এসএফ