ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যাদুকাটা বালুমহালে বালু লুট ও পরিবহন বন্ধে বাঁশের ব্যারিকেড 

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশিত: ২২:৫৭, ১৬ এপ্রিল ২০২৫

যাদুকাটা বালুমহালে বালু লুট ও পরিবহন বন্ধে বাঁশের ব্যারিকেড 

ছবি: জনকণ্ঠ

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা বালুমহালের ১৪৩২ বাংলা সনের ইজারা না হওয়ায় সেখানে বালু উত্তোলন, পরিবহন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এমন অবস্থায় এই বালুমহাল থেকে অবৈধভকবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে রক্তী নদীর আনোয়ারপুর সেতুর নিচে বাঁশ দিয়ে ব্যারিকেড দিল উপজেলা প্রশাসন। 

বুধবার দুপুর তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম এমন পদক্ষেপ নেয়। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গে ছিলেন। 

এর আগে গত রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিটিতে যাদুকাটাসহ জেলার সকল বালুমহাল ইজারা না হওয়ার বিষয়টি জানা গেছে। 

বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়ার সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। তিনি বলেন, যাদুকাটা বালুমহাল যেহেতু নতুন বাংলা সনে ইজারা হয়নি। তাই এখান থেকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে নদীপথের একটি অংশে বাঁশের ব্যারিকেড দিয়ে পরিবহন ব্যবস্থা বন্ধ করা দেওয়া হয়েছে। তাছাড়া বালু লুট বন্ধে সড়ক পথেও নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবিকেও অবগত করা আছে। 

গত বছর ২৭ ফেব্রুয়ারি যাদুকাটা বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত ও মহাল বিলুপ্ত ঘোষণার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনটি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিদের আইনি নোটিশ দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

শহীদ

আরো পড়ুন  

×