
কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে এবং কার্পজাতীয় মাছের পোনা বড় হওয়ার জন্য আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদ থেকে সকল ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হ্রদ পরিচালনা কমিটি।
বুধবার রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও হ্রদ কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএফডিসির ব্যবস্থাপক ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক এই আহরণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হ্রদে বর্তমানে মাছের পেটে ডিম এসেছে। তাই মা মাছ যাতে ধরা না পড়ে এবং প্রাকৃতিকভাবে মাছের পোনা ছাড়ার সুযোগ সৃষ্টি হয়, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হ্রদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের আয়তন ৭২৫ বর্গ কিলোমিটার। হ্রদে মাছের উৎপাদন বাড়াতে প্রতি মৌসুমে প্রায় ৬০ হাজার কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির পোনা ছাড়া হয়ে থাকে। এসব পোনা বেড়ে ওঠার সুযোগ দিতে প্রতি বছরই ৩ মাসের জন্য হ্রদে মাছ আহরণ বন্ধ রাখা হয়।
এম.কে.