
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানের অপসারণ ও কলেজে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কলেজ গেটে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ, টাইম স্কেল, স্বাক্ষর মানি এবং তহবিল থেকে অর্থ লুটপাটসহ নানা দুর্নীতির অভিযোগ তোলেন বক্তারা।
তারা বলেন, অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাবলুকে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই অপসারণ করা হয়েছে। বক্তারা অধ্যক্ষের অপসারণ ও শহিদুল ইসলামকে পুনর্বহালের দাবি জানান এবং দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
রাজু