
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ৪টি বসত বাড়ি, ৫টি ভাড়া ঘর, ৫টি দোকান, ১০টি মালামালের গোডাউন আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
ফটিকছড়ি ও খাগড়াছড়ির রামগড় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এলাকাবাসীর দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দাঁতমারা ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে, ফায়ার সার্ভিস গ্রামবাসী দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি ক্রোকারিজ দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সজিব