
শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের শিবপুর- চৈতন্যা পাকাসড়ক থেকে জয়মঙ্গল সামান্দা ঈদগাহ্ হয়ে আ:হাই সরকারের বাড়ি পর্যন্ত রাস্তাটি ২০০ বছরেও উন্নয়নের মুখ দেখেনি। শিবপুর- চৈতন্যা পাকাসড়ক থেকে রাস্তাটি দৈর্ঘ্য আনুমানিক ১ কিলোমিটার। এলাকাবাসী বয়োজ্যেষ্ঠ আব্দুর রব সরকার (৮৫) জানান, রাস্তাটি আমার শৈশবকাল থেকে কাঁচা দেখে আসছি। সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্দা ঈদগাহ হয়ে রাস্তাটি মাথায় অল্প রাস্তা ইটের সলিং করা হয়েছে তা এখন চলাচলের অনুপযোগী, এরপর সম্পূর্ণ রাস্তাটি কাঁচা। এঁটেল মাটির রাস্তা হওয়ায় অল্প বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায়, কৃষিপণ্য, রোগী, সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে। বিভিন্ন সরকার পরিবর্তনের হলেও রাস্তাটি কোনো পরিবর্তন হলো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন জানান, রাস্তাটি নোট করা হয়েছে। খুব দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত জানান, রাস্তাটি আমরা সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থানেওয়া হবে। বাঘাব ইউনিয়ন দায়িত্ব থাকা প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, রাস্তাটি সম্বন্ধে আমার ধারণা নেই। এটির জন্য এলাকাবাসী আবেদন করতে হবে বলেই মোবাইল লাইন কেটে দেন তিনি।