ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে শোকজ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ২০:৩০, ১৬ এপ্রিল ২০২৫

জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান, জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের মত দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নাছিরের উপস্থিতিতে সংগঠনের  কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানে নির্দেশ দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ জামালপুর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন শাহপুর এলাকায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনের  নেত্বেত্বে নেত্রকোনার কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হকের শ্বশুরবাড়িতে লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জমি বেদখল দিয়ে স্থানীয় যুবলীগ নেতা আরিফুল আলম চিকু ও তার লোকজন বাড়িঘর ভাঙচুর করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় ইউএনওর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বন্যা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুল আলম চিকুকে আটক করে। পরে তাকে ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে আসতে চাইলে চিকুর মামাতো ভাই জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন লোকজন নিয়ে চিকুকে ছিনিয়ে নেয়। তখন সুমন জান্নাতুল ফেরদৌস বন্যাকে গলাচেপে ধরে মেরে ফেলার হুমকি দেন। অকথ্যভাষায় গালমন্দ করেন। পরে নিরাপত্তার স্বার্থে ওইদিন পুলিশ তাদের গাড়িতে করে বন্যাকে অন্যত্র সরিয়ে নেয়। ঘটনার দিন ১২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বন্যা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু মামলা নেয়নি পুলিশ। ঘটনার পরদিন ১৩ মার্চ ব্যাকডেটে মামলা আমলে নেয় ওসি আবু ফয়সল মোহাম্মদ আতিক। 

সজিব

আরো পড়ুন  

×