
প্রতীকী ছবি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওড়াঞ্চলে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।
নিহত কৃষকরা হচ্ছেন, খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামের নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬০)। আর আহত কৃষকের নাম রনু মিয়া (৩০)। তিনি রসুলপুর গ্রামের বাসিন্দা।
খালিয়াজুরীর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাওড়দ্বীপ খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে বৃষ্টিপাত হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। সন্ধ্যা ৬টার দিকে রসুলপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক ধনু নদীর পাড়ে হাওড় থেকে কেটে আনা বোরো ধান তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে নিজাম উদ্দিন নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন রুনু মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
অন্যদিকে কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কৃষ্ণপুর গ্রামের কবীর হোসেন নিজ বাড়ির সামনের হাওড়ে ধান কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হায়াতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর চৌধুরী জানান, হায়াতপুর গ্রামের রসিক সরকারের ছেলে রাখাল সরকার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, নিহত তিনজনের লাশ দাফনের জন্য জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আবুবকর