
ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া এলাকার এমপি মোড় থেকে সুজন নামের এক ব্যক্তির নিকট থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পনেরো হাজার টাকা বিকাশে নেয়। পরে পুলিশে জানানোর পর ঐ রতেই থানা পুলিশ মো. জনি ইসলাম ও মেহেদী নামক দু’যুবককে লক্ষিকুন্ডা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের লক্ষিকুন্ডা গ্রাম এবং সাহাপুর ইউনিয়নের চরসাহাপুরের গ্রামের সান্টু মন্ডল ও টোকন প্রামানিকের ছেলে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক আতাউল ইসলাম জানান, ওই গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে সুজন নামের এক ব্যক্তির কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা আদায় করেন।
ঈশ্বরদী থানার ইসলাম (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজু