
দীর্ঘ অপেক্ষার পর কৃষকের সোনালি স্বপ্ন পূরণ করতে হবিগঞ্জে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। এ সময় তিনি হারভেস্টার মেশিন চালিয়ে এক কৃষকের জমিন ধান কাটেন।
জেলা প্রশাসক বলেন, কৃষকদের সহযোগিতায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হাওড়াঞ্চলে পানি সেচের সুবিধার কথা বিবেচনা করে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের স্বল্প সময়ের মধ্যে গোলায় ধান তুলতে বেশি পরিমাণ ধান কাটার মেশিন আনা হচ্ছে। তিনি উপস্থিত কৃষকদের সরকারি মুল্যে গুদামে ধান দিতে উৎসাহিত করেন।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমসহ সংশ্লিষ্টরা।
রাজু